মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জাপানে মার্কিন সেনাদের মদপান নিষিদ্ধ

জাপানে মোতায়েনরত মার্কিন সৈন্যদের জন্য মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ওকিনাওয়া দ্বীপে এক সৈন্য মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। রবিবার ওই মেরিন সেনার গাড়ি ধাক্কায় এক ট্রাক চালকের মৃত্যু হয়। তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ২১ বছর বয়সী ওই সৈন্যেকে পরীক্ষা করে দেখা গেছে বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকহোল তিনি পান করেছেন। জাপানের মার্কিন বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাপানে কর্তব্যরত মার্কিন সেনারা এখন থেকে ঘাঁটি বা ঘাঁটির বাইরে কোনো স্থানেই মদ পান করতে পারবে না। ওকিনাওয়ায়তেও সৈন্যরা তাদের অফিস ও ঘাঁটির বাইরে যেতে পারবে না। সিবিএস নিউজ।

 

সর্বশেষ খবর