বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

হারিরির পদত্যাগপত্র প্রত্যাহার

হারিরির পদত্যাগপত্র প্রত্যাহার

লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি সৌদি আরব থেকে পদত্যাগের আকস্মিক ঘোষণা দেওয়ার এক মাস পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রত্যাহার করলেন। এর দুই সপ্তাহ আগে তিনি লেবাননে ফিরে পদত্যাগপত্র স্থগিত করেছিলেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, লেবানন সরকারের সব সদস্য অন্যান্য আরব দেশের অভ্যন্তরীণ বিষয় থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে একমত হওয়ার পর সমস্যার সমাধান হয়েছে। গত ৪ নভেম্বর সৌদি আরবে গিয়ে সাদ হারিরি হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ওই সময় লেবাননের প্রেসিডেন্ট দাবি করেছিলেন, হারিরিকে সৌদি আটকে রেখেছে এবং তাকে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। পরবর্তীতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যস্থতায় দেশে ফেরেন হারিরি। পদত্যাগের সময় হারিরি অভিযোগ করেছিলেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইরান আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। বিবিসি।

সর্বশেষ খবর