শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের ১০ মাসে সোয়া দুই লাখ অভিবাসী বহিষ্কার

ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অভিবাসীদের ওপর খড়গ চলছে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অর্থাৎ গত ১০ মাসে ১ লাখ ৪৩ হাজার ৪৭০ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে থাকার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আরও ২ লাখ ২৬ হাজার ১১৯ জনকে নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। আগের বছরের তুলনায় গ্রেফতারের হার ৪০ শতাংশ বেড়েছে এবং বহিষ্কারের হার বেড়েছে ৩৭ শতাংশ। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ৫ ডিসেম্বর এসব তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধর-পাকড় এবং বহিষ্কারের অভিযান অব্যাহত থাকায় ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস, ওয়াশিংটন অঞ্চলের সীমান্ত দিয়ে বেআইনিভাবে প্রবেশের প্রবণতাও কিছুটা হ্রাস পেয়েছে। সীমান্তরক্ষীদের দৃষ্টি এড়িয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুর্গম এলাকা দিয়ে প্রবেশের সময় মোট ৩ লাখ ৩ হাজার ৯১৬ জনকে গ্রেফতারের পর ২ লাখ ১৬ হাজার ৩৭০ জনকেই সঙ্গে সঙ্গে সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর