বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নীরবতা ভেঙেই টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’

যৌন নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আন্দোলন হ্যাশট্যাগ মি টু (#গবঞড়ড়) এবার টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ (বর্ষসেরা ব্যক্তি) হয়েছে। মার্কিন এই প্রভাবশালী সাময়িকীটির পক্ষ থেকে গতকাল এ ঘোষণা দেওয়া হয়। এএফপি ও বিবিসির খবরে বলা হয়েছে, হলিউডের মুভি মুঘল হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁসের প্রতিক্রিয়ায় মার্কিন অভিনেত্রী অ্যালিসা মিলানো যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা প্রকাশ করতে নারীদের উত্সাহিত করতে শুরু করেন # মি টু মুভমেন্ট। এ আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। অ্যালিসা মিলানো যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা প্রকাশের পর নারীদের এগিয়ে আসতে কয়েক মাস ধরে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন করেন। একে একে মুখ খোলেন অনেকেই। নারীদের পাশাপাশি পুরুষরাও এতে অংশ নেন। সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ মি টু লিখে অংশ নিতে থাকেন এ আন্দোলনে। যৌন নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে বিশ্বের অনেক নারী ঘোষণা দিয়ে এক দিনের জন্য টুইটার বর্জনও করেছিলেন। টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল এই আন্দোলনে যোগ দেওয়া নারীদের ‘নীরবতা ভেঙে বেরিয়ে আসা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

 

সর্বশেষ খবর