সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পেন্সের সঙ্গে দেখা করবেন না আব্বাস

চলতি মাসেই মধ্যপ্রাচ্য সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ সময়ে তার ফিলিস্তিনে যাওয়ার কথা রয়েছে। কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করবেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ কথা জানিয়েছেন মাহমুদ আব্বাসের কূটনৈতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা মাজদি আল খালিদি। তিনি বলেছেন, পেন্সের সঙ্গে সাক্ষাৎই করবেন না আব্বাস- এ বিষয়টি একেবারে পরিষ্কার। ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন  মাজদি আল খালিদি। মাজদি আল খালিদি ফিলিস্তিনের রেডিও ভয়েস  অব ফিলিস্তিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দেওয়ার যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তা অতীতের সব সীমা লঙ্ঘন করেছে।

সর্বশেষ খবর