সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সংঘাত এড়াতে উ. কোরিয়ার সঙ্গে আলোচনা জরুরি

———————— জাতিসংঘ

সংঘাত এড়াতে উত্তর কোরিয়ার সঙ্গে প্রয়োজনীয় সবরকম যোগাযোগ ব্যবস্থা চালু ‘অতি জরুরি’ বলে মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটির বিবৃতির উদ্ধৃতি দিয়ে বিবিসি গতকাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়া সফরকালে জাতিসংঘের রাজনীতি বিষয়ক উপদেষ্টা জেফরি ফেল্টম্যান দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এ প্রস্তাব উত্থাপন করেছেন। উত্তর কোরিয়াও জাতিসংঘের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে সম্মতি দিয়েছে। সংস্থাটির এ কর্মকর্তা বলেন, এ অঞ্চলে বিরাজমান সাম্প্রতিক উত্তেজনা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে। শান্তিপূর্ণ সমাধানের জন্য যুদ্ধ এড়িয়ে যেতে হবে। আর তাই নিয়মিত যোগাযোগ চালু করার কোনো বিকল্প নেই। ৫ ডিসেম্বর ফেল্টম্যান উত্তর কোরিয়ায় চার দিনের এক বিরল সফরে যান।

সর্বশেষ খবর