সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ করল আইক্যান

জেনেভাভিত্তিক বহুপক্ষীয় সংগঠন পরমাণু অস্ত্র বিলুপ্তি সংক্রান্ত আন্তর্জাতিক প্রচারাভিযান (আইক্যান) গতকাল অসলোতে আনুষ্ঠানিকভাবে শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার ও সনদ গ্রহণ করেছে। পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণসংক্রান্ত জাতিসংঘের চুক্তির মাধ্যমে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ায় আন্তর্জাতিক অঙ্গীকার আদায়ে বিশেষ অবদান রাখার জন্য ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে আইক্যান। এ-সংক্রান্ত চুক্তিতে ব্রাজিল, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকাসহ এখন পর্যন্ত   ৫০টি দেশ স্বাক্ষর করেছে। ৬ অক্টোবর নরওয়ের অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে আইক্যানের  নাম ঘোষণা করে। আইক্যানের নির্বাহী পরিচালক বিট্রিস ফিন সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে বিশ্বজুড়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরমাণু অস্ত্র নিষিদ্ধের ডাক দেওয়ার পরিবেশ  তৈরি হয়েছে। আল জাজিরা।

সর্বশেষ খবর