মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিরিয়া থেকে রুশসেনা প্রত্যাহারের ঘোষণা পুতিনের


সিরিয়া থেকে রুশসেনা প্রত্যাহারের ঘোষণা পুতিনের

সিরিয়া থেকে আংশিক রুশ সেনাদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল সকালে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের খেমেইমিম বিমান ঘাঁটিতে এক আকস্মিক সফরে যান পুতিন। আর তখনই সেখানে অবস্থানরত রুশ সেনাদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় সংশ্লিষ্টদের প্রতি ওই আদেশ দেন তিনি। এক ফাঁকে এ সময় সেখানে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। বক্তৃৃতায় রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রুশ সেনাদেরকে তাদের স্থায়ী মোতায়েন স্থলে প্রত্যাহার প্রক্রিয়া শুরু করার জন্য আমি প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব জেনারেল স্টাফকে আদেশ দিচ্ছি।’ গত দুই বছরে রুশ ও সিরীয় সেনাবাহিনী সবচেয়ে ভয়ঙ্কর আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে (আইএস) পরাজিত করেছে বলেও বক্তৃতায় যোগ করেন পুতিন। সিরিয়ায় সন্ত্রাসীরা ফের মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করলেও রাশিয়া তাদের লক্ষ্য করে এমনভাবে হামলা চালাবে যা তারা (সন্ত্রাসীরা) পূর্বে কখনো দেখেনি বলেও হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে, সিরিয়ায় সংক্ষিপ্ত সফর শেষ করেই মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে যাত্রা করেছেন রুশ প্রেসিডেন্ট। মিসর সফরে দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাতাহ আল সিসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর