শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ফিলিস্তিনিদের ২ কোটি ৩০ লাখ ডলার সাহায্যের অঙ্গীকার বেলজিয়ামের

জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর সহায়তা তহবিলে ২ কোটি ৩০ লাখ ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে বেলজিয়াম। ফিলিস্তিনের শরণার্থীদের জন্য কাজ করা সংস্থাটিতে মার্কিন বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দেওয়ার পর বেলজিয়ামের পক্ষ থেকে সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হলো। মঙ্গলবার জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএতে বরাদ্দকৃত সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমিয়ে ফেলার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। জানানো হয়, ফিলিস্তিনিদের জন্য ১২৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা থাকলেও এবার তা কমিয়ে ৬০ মিলিয়ন ডলার করা হয়েছে। আর এর এক দিন পর বুধবার বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডে ক্রু এক বিবৃতিতে জানান, তার দেশের পক্ষ থেকে ইউএনআরডব্লিউএর তহবিলে ২ কোটি ৩০ লাখ ডলার সহায়তা দেওয়া হবে। তিন বছরে এ বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি। আলজাজিরা।

সর্বশেষ খবর