শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র-তুরস্ক সংঘাতের আশঙ্কা

আফরিনে সেনা অভিযান

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিনে কুর্দি মিলিশিয়াদের বিতাড়িত করতে তুরস্ক গত শুক্রবার থেকে সেনা অভিযান শুরু করেছে। অভিযোগ আছে এই কুর্দিদের সাহায্য সহযোগিতা দিয়ে আসছে আমেরিকা। আফরিনে এই অভিযানকে ভালোভাবে নিচ্ছে না আমেরিকা। ফলে ওয়াশিংটন ও আঙ্কারার সম্পর্কে এক ধরনের টানটান উত্তেজনা চলছে। এমন কী আফরিনে এখন তুর্কি ও মার্কিন সেনারা মুখোমুখি অবস্থানে আছে। যে কোনো মুহূর্তে সংঘাত বাধতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওই অঞ্চলে অভিযান সীমিত রাখতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুনেতার মধ্যকার ফোনালাপের বরাতে একথা জানিয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ার আফরিনে ক্রমবর্ধমান সহিংসতা দেশটিতে ওয়াশিংটন ও আঙ্কারার পারস্পরিক লক্ষ্যকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে বলে তুর্কি প্রেসিডেন্টকে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’ এতে আরও বলা হয়, ‘অভিযানের ব্যাপারে সাবধানতা অবলম্বন এবং মার্কিন ও তুর্কি সেনাদের মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এমন কর্মকাণ্ড থেকে তুরস্ককে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি (ট্রাম্প)।’ হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, আফরিনে বেসামরিক নাগরিকের প্রাণহানি এবং বাস্তুচ্যুত ও শরণার্থীদের সংখ্যা বৃদ্ধি এড়াতে অঞ্চলটিতে সেনা অভিযান সীমিত এবং উত্তেজনা প্রশমনের জন্য তুরস্কের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর