মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এবার কাবুলে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ১১

এবার কাবুলে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ১১

আশরাফ ঘানি

মাত্র দুই দিনের ব্যবধানে আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কাবুলের পশ্চিমে এক সেনা ঘাঁটিতে ওই হামলায় কমপক্ষে ১১ আফগান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬ সেনা সদস্য। এ ছাড়া আফগান সেনাদের সঙ্গে লড়াইয়ে পাঁচ হামলাকারীর মধ্যে চারজন নিহত হয়েছেন। অপর হামলাকারীকে আটক করা হয়েছে। জঙ্গিগোষ্ঠী আইএস তাদের বার্তা সংস্থা আমাক-এ এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে বিবিসি এ খবর দিয়েছে। গত শনিবার কাবুলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের কাছে তালেবান হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত হন। এ ছাড়া আহত হন আরও দেড় শতাধিক। এর আগে বুধবার পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে সেভ দ্য চিলড্রেনের দফতরে আইএসের হামলায় চারজন নিহত হয়েছিল। এ ছাড়া আহত হয়েছিল আরও কয়েকজন। এ দুটি হামলার শোক না কাটতেই গতকাল ফের শহরটিতে রক্ত ঝরল। খবরে বলা হয়, কাবুলের পশ্চিমে মার্শাল ফাহিম ডিফেন্স একাডেমির কাছে সেনা ঘাঁটিতে স্থানীয় সময় ভোর ৫টার দিকে ওই হামলা হয়। এ সময় সেনা ঘাঁটির প্রবেশপথে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দৌলত ওয়াইজিরি জানিয়েছেন, হামলায় জড়িত পাঁচ জঙ্গির মধ্যে দুজন নিজেদের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। উল্লেখ্য, মার্শাল ফাহিম ডিফেন্স একাডেমিতে এর আগেও জঙ্গি হামলা হয়েছে। এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি সেনা ঘাঁটিতে হামলার বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তালেবান-লস্করকে সামরিক সরঞ্জাম দিচ্ছে পাক সেনাবাহিনী : পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীরের জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়্যেবা (এলইটি) ও আফগানিস্তানের তালেবানকে সামরিক সরঞ্জাম জোগান দিচ্ছে! আর এ দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মজীদ কারার। গতকাল এক টুইটে এ দাবি করেন তিনি। আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল এক সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পরপরই ওই দাবি করেছেন তিনি। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর