শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানের গণতন্ত্রে বাধা সেনা ও বিচারব্যবস্থা

সেমিনারে নওয়াজ শরিফ

পাকিস্তানের গণতন্ত্রে বাধা সেনা ও বিচারব্যবস্থা

পাকিস্তানে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে সেনাবাহিনী ও বিচার ব্যবস্থা। এ মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নির্বাচিত সরকারগুলো যখনই গণতন্ত্রকে শক্তিশালী করার চেষ্টা করেছে তখনই ওই প্রতিষ্ঠান দুটির একটি অংশ সেটিতে নাশকতা চালানোর চেষ্টা করেছে বলে দাবি করেছেন তিনি। গতকাল লাহোরে ‘পাকিস্তানে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেছেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের এই নেতা। পানামা পেপারস কেলেঙ্কারির এক মামলায় গত বছরের জুলাইয়ে পাকিস্তান সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে। সর্বোচ্চ আদালতের এ রায়ের পরপরই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। এটা হচ্ছে বিচারব্যবস্থার হস্তক্ষেপে নওয়াজের ক্ষমতাচ্যুত হওয়ার উদাহরণ। এর আগে ১৯৯৯ সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশারফের হাতে প্রথম ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিনি। পাকিস্তানে এর আগেও বেশ কয়েকবার সেনাবাহিনী ও বিচার ব্যবস্থার হস্তক্ষেপে নির্বাচিত সরকার অপসারণের ঘটনা ঘটেছে। সেমিনারে নওয়াজ বলেছেন, পাকিস্তানের প্রতিটি নির্বাচিত নেতারা যতবারই দেশটিতে গণতন্ত্রকে সুসংহত করার চেষ্টা করেছেন ততবারই সেনাবাহিনী ও বিচারব্যবস্থার  কয়েকজন পক্ষপাতদুষ্ট ব্যক্তি এ প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছেন। তার ভাষায়, ‘আমরা যতবারই এক্ষেত্রে বিচার ব্যবস্থার সমর্থন চেয়েছি, ততবারই প্রতিষ্ঠানটি তা করার পরিবর্তে স্বৈরতন্ত্রের প্রতি সমর্থন দিয়েছে। আর তাদের এ আচরণে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়া দুর্বল হয়েছে।’ পাকিস্তানের নড়বড়ে বা ভঙ্গুর গণতান্ত্রিক ইতিহাসের প্রসঙ্গ তুলে একথা বলেন নওয়াজ। এ অবস্থায় পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যম, সমর্থক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার দরকার রয়েছে এবং এতে জাতির সঙ্গেই আছেন বলেও জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এক্সপ্রেস ট্রিবিউন।

সর্বশেষ খবর