শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আফগানিস্তানে সামরিক ঘাঁটি গড়তে চায় চীন

আফগানিস্তানের জঙ্গিরা চীনে অনুপ্রবেশ করতে পারে এই আশঙ্কায় আফগানিস্তানে সামরিক ঘাঁটি গড়ে তুলতে কাবুলের সঙ্গে আলোচনা শুরু করেছে চীন। আফগানিস্তানের প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলে এ সামরিক ঘাঁটি গড়ে তোলা হবে বলে জানিয়েছে দেশটি।

চীনের জিনজিয়াং সীমান্তের কাছাকাছি অবস্থিত এই অঞ্চলটি আফগানিস্তানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। চলমান সংঘাত ও সংঘর্ষ এখানে খুব বেশি প্রভাব ফেলেনি। অঞ্চলটির বাসিন্দারা জানান, স্থানীয়দের মধ্যে চীনা ভ্রমণকারীদের নিয়ে বেশ আগ্রহ রয়েছে। চীনের সামরিক ঘাঁটি গড়ে তোলার এই পরিকল্পনার সঙ্গে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ বলে উল্লেখ করে বার্তা সংস্থা এএফপি। দক্ষিণ এশিয়ায় চীন অবকাঠামো খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। আফগানিস্তানের অস্থিতিশীলতা পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। বেইজিংয়ের আশঙ্কা, পূর্ব তুর্কিস্তান ইসলামিক আন্দোলনের নির্বাসিত উইঘুর সম্প্রদায়ের সদস্যরা আফগানিস্তানের ওয়াখান অঞ্চল ব্যবহার করে জিনজিয়াং প্রদেশে হামলা চালাচ্ছে। এ ছাড়া ইরাক ও সিরিয়া থেকে পলাতক আইএস সদস্যরা মধ্য এশিয়া ও জিনজিয়াং পৌঁছানোর জন্য আফগানিস্তান বা ওয়াখান অঞ্চল ব্যবহার করতে পারে। এমনকি তারা চীনেও প্রবেশ করতে পারে বলে জানান বিশ্লেষকরা। দ্য ডন।

সর্বশেষ খবর