শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কাস্ত্রোর ছেলের আত্মহত্যা

কাস্ত্রোর ছেলের আত্মহত্যা

ফিদেলিতো

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে আত্মহত্যা করেছেন। তার নাম ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো ডায়াজ-বালার্ত। ফিদেলিতো নামে তিনি পরিচিত ছিলেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ফিদেলিতোর মৃত্যুর খবর দিয়েছে। ৬৮ বছর বয়সী ফিদেলিতো অবসাদে ভুগছিলেন বলে কিউবার সংবাদমাধ্যম জানিয়েছে। কয়েক মাস ধরেই তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। কিন্তু এর মধ্যে বৃহস্পতিবার সকালে হাভানায় তিনি আত্মহত্যা করেন। বাবার সঙ্গে চেহারায় মিল থাকায় ডায়াজ-বালার্তকে সবাই ফিদেলিতো (ছোট ফিদেল) ডাকতেন। দেশটির পরমাণু কর্মসূচির প্রধান ছিলেন তিনি। ফিদেলিতোর জন্ম ১৯৪৯ সালে; তার মা মার্তা ডায়াজ-বালার্ত। কিউবা বিপ্লবের আগে মার্তার সঙ্গে ফিদেলের বিয়ে হয়েছিল, তবে তা বেশিদিন টেকেনি। পরে তার মা যুক্তরাষ্ট্রের মায়ামিতে চলে যান। তবে ফিদেল কাস্ত্রো ছেলেকে মায়ের সঙ্গে যেতে দেননি। ২০১৬ সালে বাবা ফিদেল কাস্ত্রোর মৃত্যুর পর তিনি অবসাদে ভুগছিলেন। বিবিসি।

সর্বশেষ খবর