শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সোনার খনিতে আটকে পড়া ৯৫৫ শ্রমিক জীবিত উদ্ধার

দক্ষিণ আফ্রিকার একটি সোনার খনিতে আটকে পড়া ৯৫৫ জন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এসব শ্রমিক খনির ভিতরে আটকা পড়েন।

জোহানেসবার্গ থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওয়েলকম শহরের কাছে সিলবানি গোল্ড মালিকানাধীন বেয়াট্রিক্স সোনার খনিতে বুধবার সন্ধ্যায় এসব শ্রমিকরা আটকা পড়েছিলেন। বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাতের শিফটে কাজ করা শ্রমিকদের খনির ভিতর থেকে বের করে নিয়ে আসা যায়নি। ফলে তারা খনির ভিতরে আটকে যান। প্রায় ৩০ ঘণ্টা পর তাদের অক্ষত অবস্থায় খনির ভিতর থেকে বের করে নিয়ে আসা হয়। গতকাল কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, সবাইকে বের করে নিয়ে আসা হয়েছে। কোম্পানিটি আরও জানায়, প্রকৌশলীরা কয়েক ঘণ্টা চেষ্টার পর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে সমর্থ হন। এতে করে খনির লিফট চালু হয়। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর