শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নাশিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ নাকচ

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে নাশিদসহ কয়েকজন রাজনৈতিক বন্দীকে মুক্তির নির্দেশ জারি করেছে আদালত। বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি করছেন এ অভিযোগে দেশটির বিরোধী রাজনৈতিক জোট তাকে বরখাস্তের আবেদন জানানোর পর আদালত ওই নির্দেশ জারি করে। আদালতের এ রায়ের পর সরকারবিরোধী ৯ জন প্রভাবশালী নেতা মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আদালত ক্ষমতাসীন দল থেকে বেরিয়ে বিরোধী দলে যোগদানকারী ১২ জনের সংসদ সদস্য পদ পুনর্বহালের নির্দেশ জারি করেছে। এর ফলে নাশিদের নেতৃত্বাধীন বিরোধী জোট সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনের অধিকারী হবে বলে জানা গেছে। বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থানকারী সাবেক প্রেসিডেন্ট নাশিদ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করতে হবে। দেশটির প্রধান বিরোধীদল এমডিপি বলেছে, আদালতের রায় প্রেসিডেন্ট ইয়ামিনের দুর্নীতি ও অপরাধমূলক স্বৈরশাসনের জন্য মৃত্যু ঘণ্টা। ২০১৩ সালের নির্বাচনে ইয়ামিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ওই নির্বাচনকে বিতর্কিত নির্বাচন বলে মনে করে বিরোধী দলগুলো। পার্স টুডে।

সর্বশেষ খবর