রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মুলারকে বরখাস্ত করলে সাংবিধানিক সংকট হবে

ট্রাম্পকে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি

মুলারকে বরখাস্ত করলে সাংবিধানিক সংকট হবে

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী শিবির ও রাশিয়ার মধ্যকার আঁতাতের অভিযোগটি তদন্ত করছেন মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি মাইকেল মুলার। তদন্তের স্বার্থে আদালতের অনুমোদন নিয়ে ট্রাম্পের শিবিরের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কার্টার পেজের ওপর ইলেকট্রনিক্স নজরদারি চালানো হয়েছিল। উপযুক্ত প্রমাণ উপস্থাপন না করেই মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ওই অনুমোদন পেয়েছিল বলে সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ ক্ষমতাসীন রিপাবলিকানদের। বিতর্কিত এক মেমোতে এ অভিযোগ এনেছে তারা। মেমোতে ওই অভিযোগের ‘অজুহাত’ দেখিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ কৌঁসুলি মুলারকে বরখাস্ত করতে পারেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা। তারা হুঁশিয়ারি দেয় যে, মুলারকে বরখাস্ত করা হলে যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। রিপাবলিকানদের ওই মেমো শুক্রবার প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার অনুমোদন দিয়েছেন।  সেই সঙ্গে ওই মেমো যুক্তরাষ্ট্রের জন্য ‘লজ্জাজনক গল্প’ প্রকাশ্যে এনেছে বলেও মন্তব্য করেছেন তিনি। হাউস ইন্টেলিজেন্স কমিটিও কথিত ওই আঁতাত তদন্ত করছে। আর এর নেতৃত্ব দিচ্ছেন কমিটির চেয়ারম্যান ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় প্রতিনিধি ডেভিন নুন্স। তদন্তকাজে এফবিআই ও বিচার বিভাগের ভিতরে দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগও এনেছেন তিনি।

বিরোধী ডেমোক্র্যাটরা বলছেন, যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত এবং এক্ষেত্রে এফবিআইয়ের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ ও গুরুত্বহীন করার ‘লজ্জাজনক’ প্রচেষ্টা হচ্ছে মেমোটি। তাই এটিকে কাজে লাগিয়ে এফবিআইয়ের সাবেক প্রধান মাইকেল মুলার বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইনকে বরখাস্তের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি হুঁশিয়ারি দিয়েছে দলটি। সিনেট মাইনরিটি লিডার চাক স্কুমের, হাউস মাইনরিটি লিডার ন্যান্সি পেলসি এবং আরও আটজন বয়োজ্যেষ্ঠ ডেমোক্র্যাট আইনপ্রণেতার সই করা এক বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটদের ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করতে চাই যে তার তরফে ওই ধরনের কোনো পদক্ষেপকে রুশ হস্তক্ষেপ তদন্তকাজে ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে দেখা হবে।’ এদিকে রিপাবলিকানদের বক্তব্য, এফবিআই ও মার্কিন বিচার বিভাগের অপচর্চা এবং রাজনৈতিক পক্ষপাতিত্বকে সর্বসাধারণের কাছে উন্মুক্ত করে দিয়েছে মেমোটি। আর মেমো প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য হলো, এ নিয়ে অনেকের নিজেদেরই লজ্জিত হওয়া উচিত। মেমোটির কনটেন্ট নিয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেছেন ট্রাম্প। উল্লেখ্য, ট্রাম্প শিবির ও রাশিয়ার মধ্যকার কথিত আঁতাত তদন্তে ইতিমধ্যে চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন বিশেষ কৌঁসুলি মুলার। এর মধ্যে আছেন ট্রাম্পের নির্বাচনী শিবিরের সাবেক চেয়ারম্যান পল মানাফোর্ট, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল মাইকেল ফ্লিনও। তদন্তের স্বার্থে সম্প্রতি মার্কিন অ্যাটর্নি জেনারেল জেস সেশন্সকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শিগগিরই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। এ ধরনের আলোচনার মাঝেই আঁতাত তদন্তে এফবিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনল রিপাবলিকানরা। বিবিসি।

সর্বশেষ খবর