বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মালদ্বীপে উল্টে দেওয়া হলো সুপ্রিম কোর্টের রায়

সাবেক প্রেসিডেন্ট নাশিদ ও ১৬ এমপির বিরুদ্ধে ৩ বিচারপতির অবস্থান

মালদ্বীপের রাজনৈতিক উত্তেজনায় আবার নতুন মাত্রা যোগ হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি রায় দেন। তাতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের ১৩ বছরের কারাদণ্ডসহ নয় এমপির সাজা বাতিলের রায় দেন। এতে চরম উত্তেজনার সৃষ্টি হয়। গ্রেফতার করা হয় প্রধান বিচারপতিসহ আরেক বিচারপতিকে। আর এই গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে প্রধান বিচারপতির সেই রায় প্রত্যাহার করে নেয় সুপ্রিম কোর্ট। বর্তমানে ওই কোর্টে বিচারপতি আছেন মাত্র তিনজন। তারাই প্রধান বিচারপতির দেওয়া রায় উল্টে দিয়েছেন। বিবিসি জানায়, গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি আবদুল্লাহ সাইদ নয় রাজনীতিককে মুক্তি দেওয়ার পাশাপাশি বরখাস্ত বিরোধীদলীয় ১৬ জন এমপিকে পুনর্বহালের নির্দেশ দেন। আদালতের ওই রায়ের পর মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) নেতৃত্বাধীন বিরোধী জোট মালদ্বীপের ৮৫ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়। কিন্তু তার এ নির্দেশ প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। ফলে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয় মালদ্বীপে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সোমবার গ্রেফতার করা হয় প্রধান বিচারপতি আবদুল্লাহ সাইদ ও অন্য একজন বিচারপতি আলী হামিদকে। গৃহবন্দী করা হয় সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমকে। তিনি বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিনের সৎ ভাইও। মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের অবশিষ্ট তিন বিচারক এক বিবৃতিতে বলেছেন ‘প্রেসিডেন্টের উত্থাপিত উদ্বেগের আলোকে’ আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর