শিরোনাম
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভারী রকেটের যাত্রা

মহাকাশের দিকে যাত্রা শুরু করেছে সবচেয়ে শক্তিশালী ও ভারী রকেট ফ্যালকন হেভি। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই নতুন রকেট উেক্ষপণ করা হয়। এটির নকশা করা হয়েছিল কক্ষপথে সর্বোচ্চ ৬৪ টন ওজনের মালামাল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। এটি লন্ডনের রাস্তায় চলা পাঁচটি দোতলা বাসের সমান। রকেটটি দ্বিতীয় শক্তিশালী রকেট ডেলটা আইভি হেভির তুলনায় দ্বিগুণেরও বেশি ভার বহন করতে সক্ষম। কিন্তু এত জাঁকজমকের সঙ্গে যাত্রা শুরু করা রকেটটির এই মিশনের কোনো গন্তব্য নেই। মূলত মহাকাশ যাত্রায় নতুন দ্বার উন্মোচন করাই এই মিশনের লক্ষ্য। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর