বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভারতে বেড়েই চলেছে সাম্প্রদায়িক সহিংসতা এক বছরে নিহত ১১১

কলকাতা প্রতিনিধি

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েই চলেছে। গত তিন বছরের মধ্যে ২০১৭ সালে সাম্প্রদায়িক সহিংসতায় মৃত্যুর সংখ্যাও অতীতকে ছাপিয়ে গেছে। গত বছরে দেশটিতে ৮২২টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১১১ জন। আহতের সংখ্যা ২৩৮৪ জন। মঙ্গলবার সংসদে (লোকসভায়) এই পরিসংখ্যান দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। প্রতিমন্ত্রী জানান, ‘গত বছর দেশের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি হয়েছে উত্তরপ্রদেশে, সেখানে ১৯৫টি সহিংসতার ঘটনায় নিহত হয়েছে ৪৪ জন, আহতের সংখ্যা ৫৪২। কর্নাটকে ১০০টি ঘটনায় নিহত ৯ জন, আহত ২২৯ জন। রাজস্থানে ৯১টি ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে, আহত ১৭৫ জন। বিহারে ৮৫টি সহিংসতার ঘটনায় ৩ জন নিহত হয়, আহত হয় ৩২১ জন।

সর্বশেষ খবর