বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অবশেষে মহাজোট সরকার গঠন হচ্ছে জার্মানিতে

ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি। সেখানে নির্বাচন হয়েছে মাস চারেক আগে। কিন্তু এখনো সরকার গঠন হয়নি। এই অনিশ্চয়তার শেষ পর্যন্ত অবসান ঘটতে চলছে। বিরোধী দল সেন্টার-লেফট সোশ্যাল ডেমোক্র্যাটসের (এসপিডি) সঙ্গে মহাজোট গঠনের আলোচনা শেষ করেছেন ক্ষমতাসীন সিডিইউ ও সিএসইউ। চুক্তিও শেষ হয়ে গেছে। এখন এসপিডির সদস্যদের সম্মতি পেলেই মহাজোট সরকার গঠিত হবে। গতকাল টানা প্রায় ২৪ ঘণ্টা দুই দলের নেতাদের আলাপ-আলোচনার পর দুই শিবির মহাজোট গড়তে ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আলোচনায় অংশ নেওয়া নেতারা জানান, শেষ মুহূর্তে আলোচনার পরিবেশ স্পষ্ট করে দিচ্ছিল, যে নতুন করে মহাজোট সরকার গঠন করতে দুই পক্ষের সদিচ্ছার অভাব নেই। সেই অবস্থায় বিকল্প হিসেবে নতুন নির্বাচনের মুখোমুখি হওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। মহাজোট চুক্তি চূড়ান্ত হওয়ার পর মন্ত্রিসভার রূপরেখা ও মন্ত্রণালয় বণ্টন নিয়েও আলোচনা হয়েছে। বিবিসি, ডয়েচে ভেলে।

সর্বশেষ খবর