শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন দক্ষিণের প্রেসিডেন্ট মুন

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন দক্ষিণের প্রেসিডেন্ট মুন

কিমের বোন জংয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের বিরল করমর্দন —এএফপি

উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে কোরীয় উপদ্বীপে গত কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে। এরই মধ্যে গত মাসের ৯ তারিখে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পানমুনজমে দেশ দুটির শীর্ষ প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল উপকণ্ঠে পিয়ংচ্যাংয়ে চলমান শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণ ইস্যুতেই মূলত ওই বৈঠক হয়েছিল। তবে এ বৈঠকের মধ্য দিয়েই দুই কোরিয়ার সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। এবার খবর বেরিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইন উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। চলতি বছরের কোনো এক সময় তার এ সফর অনুষ্ঠিত হতে পারে। পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকের গতকাল উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এতে দক্ষিণ কোরিয়া এসেছেন উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল। এ দলে আছেন দেশটির নেতা কিম জং উনের ছোটবোন ও দেশটির অন্যতম প্রভাবশালী নারী কিম ইও-জং (৩০)। অলিম্পিকের আনুষ্ঠানিকতার এক ফাঁকে আজ পিয়ংইয়ংয়ের এই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের। প্রেসিডেন্ট মুনের মুখপাত্রও গতকাল একথা নিশ্চিত করেছেন। এ সাক্ষাতের সময়ই প্রেসিডেন্ট মুনকে পিয়ংইয়ং সফরের ওই আমন্ত্রণ জানানো হবে বলে কয়েকটি কূটনৈতিক সূত্র মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছে। তবে সম্ভাব্য এ সফরের ব্যাপারে কোনো মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র।

সূত্রগুলো জানায়, আগামী ১৫ আগস্ট প্রেসিডেন্ট মুনের পিয়ংইয়ং সফর অনুষ্ঠিত হতে পারে। ১৯৪৫ সালের এদিনে জাপানের দখলদারিত্ব থেকে মুক্ত হয়েছিল কোরিয়া। দিনটিতে দুই কোরিয়াতেই সরকারি ছুটি থাকে। ১৯৫০-৫৩ কোরীয় যুদ্ধের পর এই প্রথম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পরিবারের কোনো সদস্য সিউল সফরে এলেন। কিম উন যে সিউলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বেশ সিরিয়াস তা তার বোনের সফর আভাস দিচ্ছে বলে বিশ্লেষকদের মত। কিম ইও জং ভাইয়ের তরফে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জন্য বিশেষ বার্তা নিয়ে এসেছেন বলেও মনে করা হচ্ছে। এদিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি থাকায় অলিম্পিক ডিনার বর্জন করলেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের অতিথিদের সম্মানে গতকাল নৈশভোজের আয়োজন করেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন।  সিএনএন, বিবিসি।

সর্বশেষ খবর