শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পুতিনের কোনো স্মার্টফোন নেই

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগের কোনো মাধ্যমে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা তার নেই। আর এবার জানালেন স্মার্টফোন ব্যবহার তো দূরের কথা, তার নাকি কোনো স্মার্টফোন-ই নেই! প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সাইবেরিয়া সফরকালে বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গে এক বৈঠকে একথা বলেছেন পুতিন। বৈঠকে সাইবেরিয়ার কুরচাতোভ নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউটের প্রধান মিখাইল কোভালচুক বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘এখন তো প্রত্যেকের পকেটেই স্মার্টফোন রয়েছে।’ কোভালচুকের এ মন্তব্যের জবাবে পুতিন বলেন, না এই কথা সবার জন্য সত্য নয়, কারণ তিনি নাকি কোনো স্মার্টফোন ব্যবহার করেন না। এ সময় বৈঠকস্থলে উপস্থিত দর্শক-শ্রোতারা হাসিতে ফেটে পড়েন। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে পুতিনের এমন অবস্থান অবশ্য দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সম্পূর্ণ বিপরীত। মেদভেদেভকে প্রায় সময়ই আইপ্যাড ও অন্যান্য গ্যাজেট হাতে দেখা যায়। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে নিয়মিত ছবিও পোস্ট করেন তিনি। এএফপি।

তবে মজার বিষয় হচ্ছে গত বছর রাশিয়ার স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এক অনুষ্ঠানে অবসর সময়ে ইনস্টাগ্রাম বা অন্য কোনো সামাজিক মাধ্যমে সময় কাটান কিনা জানতে চাইলে পুতিন বলেছিলেন, তিনি খুব ইন্টারনেট ব্যবহার করেন।

সর্বশেষ খবর