শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ব্যয় বিল পাস

অচলাবস্থা থেকে মুক্ত যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রমে ফের অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। তবে প্রথম অচলাবস্থার তিন সপ্তাহ পর এই পরিস্থিতি এবার বেশিক্ষণ স্থায়ী হয়নি। মার্কিন কংগ্রেসে সিনেটরদের ভোটাভুটিতে একটি বড় বাজেটের অর্থছাড়ের প্রস্তাব পাস হলে এই অচলাবস্থার অবসান হয়। কংগ্রেসে পাস হওয়া অর্থছাড়ের সেই প্রস্তাব এখন প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। খবরে বলা হয়, কংগ্রেসের দেওয়া সময়ের মধ্যে নতুন বাজেট নিয়ে ভোট শেষ করতে না পারায় বৃহস্পতিবার মধ্যরাতে দ্বিতীয়বারের মতো অচল হয়ে পড়ে মার্কিন সরকার। ৫ ঘণ্টা পর গতকাল দিনের শুরুতে এ অচলাবস্থা কাটাতে কংগ্রেসের সিনেট এবং প্রতিনিধি পরিষদ দুই কক্ষই এখন অর্থ বরাদ্দ বিলটি পাস করেছে। সিনেটে ৭১-২৮ ভোটে এবং এরপর প্রতিনিধি পরিষদে ২৪০-১৮৬ ভোটে বিল পাস হয়েছে। ৬০০ পাতার ওই অর্থ বাজেটে প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ সেবাখাতে ৩০০ বিলিয়ন ডলার (প্রায় ২৪ লাখ ৯০ হাজার কোটি টাকা) ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। বিবিসি।

 

সর্বশেষ খবর