রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
দক্ষিণের প্রেসিডেন্ট মুনকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ

দুই কোরিয়ার ঐতিহাসিক বৈঠক

দুই কোরিয়ার ঐতিহাসিক বৈঠক

কিমের বোনের সঙ্গে মুনের করমর্দন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইনকে যত শিগগিরই সম্ভব উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রেসিডেন্ট প্রাসাদে গতকাল দেশ দুটির শীর্ষ প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আর তখনই কিমের পক্ষ থেকে তার ছোট বোন ও পিয়ংইয়ংয়ের প্রভাবশালী ব্যক্তিত্ব কিম ইও জং হাতের লেখা ওই আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট মুনের হাতে তুলে দেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এ আমন্ত্রণ গ্রহণ করে পিয়ংইয়ং সফর করলে তা হবে গত এক দশকের বেশি সময় পর দেশ দুটির শীর্ষ নেতৃত্বের প্রথম বৈঠক। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের একজন মুখপাত্র পিয়ংইয়ংয়ের ওই দাওয়াতের কথা নিশ্চিত করেছেন। রাজধানী সিউলের উপকণ্ঠ পিয়ংচ্যাংয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিক। বিশ্বের জমকালো এ ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে একই দিন উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল সিউলে পৌঁছান। এ প্রতিনিধি দলে আছেন উত্তর কোরিয়ার নেতা কিম উনের ছোটবোন কিম ইও জং (৩০) এবং আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের এক ফাঁকে কিমের ছোটবোনের সঙ্গে করমর্দন করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন। এর আগে অলিম্পিকের নৈশভোজে পিয়ংইয়ংয়ের প্রতিনিধি কিম নামের সঙ্গে করমর্দন করেন প্রেসিডেন্ট মুন। শীতকালীন অলিম্পিক ইস্যুতে গত জানুয়ারির নয় তারিখে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পানমুনজমে দেশ দুটির শীর্ষ প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এ বৈঠকের মধ্য দিয়েই দুই কোরিয়ার সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। গতকাল সিউলে প্রেসিডেন্ট প্রাসাদে দুই কোরিয়ার শীর্ষ প্রতিনিধিদের মধ্যকার তিন ঘণ্টার ওই বৈঠক এক্ষেত্রে নিঃসন্দেহে বড় অগ্রগতি। অধিকন্তু ১৯৫০ দশকের শুরুর দিকে দুই কোরিয়ার যুদ্ধের পর এই প্রথম উত্তর কোরিয়ার শীর্ষ কোনো প্রতিনিধি দল সিউল সফর করল। তাই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন ও পিয়ংইয়ং প্রতিনিধি দলের মধ্যকার ওই বৈঠক অবশ্যই ঐতিহাসিক এক ঘটনা। কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৫ আগস্ট প্রেসিডেন্ট মুনের পিয়ংইয়ং সফর অনুষ্ঠিত হতে পারে।  সিএনএন, বিবিসি।

 

সর্বশেষ খবর