রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইসরায়েলের জঙ্গিবিমান ভূপাতিত করল সিরিয়া

সিরিয়া থেকে ছোড়া গোলার আঘাতে ইসরায়েলের একটি জঙ্গিবিমান ভূপাতিত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকেও বিমানটি ধ্বংস হওয়ার কথা স্বীকার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শনিবার (গতকাল) সিরিয়া থেকে পাঠানো ইরানের একটি ড্রোন (চালকবিহীন বিমান) ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে তা আটকে দেওয়া হয়। জবাবে সিরিয়ায় অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে ইসরায়েল। পাল্টা জবাব দিতে সিরিয়া বিমানবিধ্বংসী গোলা ছোড়া শুরু করে। ওই সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে ‘রেড অ্যালার্ট সাইরেন’ বাজতে শুরু করে। স্থানীয়রা জানান, তারা ওই সময় জর্ডান ও সিরিয়া সীমান্তে বড় বড় বিস্ফোরণের শব্দ পেয়েছেন। সিরীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়, ইসরায়েলের ‘আগ্রাসনের’ জবাব দিতে একটি সেনাঘাঁটি থেকে তাদের ‘একাধিক জঙ্গিবিমানে’ গুলি করা হয়েছে।

ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি : সিরিয়া থেকে ওড়ানো একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল।  রয়টার্সের খবরে ইসরায়েলের সেনাসূত্রের বরাতে বলা হয়েছে, ড্রোন ওড়ানোর জবাবে শনিবার সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক আধিপত্যের রাজনীতিতে ইসরায়েল আর ইরানের অবস্থান পরস্পরের বিপরীতে। সৌদি আরব-ইসরায়েল মৈত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির অনুসারী। বিবিসি, আলজাজিরা।

সর্বশেষ খবর