রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কাশ্মীরে ভারতীয় সেনা ক্যাম্পে জঙ্গি হামলা কর্মকর্তা নিহত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে গতকাল ভোরে এক সেনা ক্যাম্পে জঙ্গি হামলা হয়েছে। এতে জেসিও পদমর্যাদার এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া কর্নেল পদমর্যাদার এক সেনা কর্মকর্তাসহ আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। স্থানীয় জঙ্গি গোষ্ঠী জয়শ-ই-মুহাম্মদের চার থেকে পাঁচ সদস্যের একটি দল এ হামলা চালিয়েছে। সর্বশেষ খবর পর্যন্ত জঙ্গিরা সানজুয়ান নামে ওই সেনা ক্যাম্পের একটি ফ্যামিলি কোয়ার্টারের ভিতরে লুকিয়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের নির্মূল করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে। ভারতীয় সেনাবাহিনী গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের দলটি ৩৬ আর্মি ব্রিগেডের ওই ক্যাম্পের পেছনের বেষ্টনী ভেদ করে; এরপর তারা জোরপূর্বক ক্যাম্পের জেসিও ফ্যামিলি কোয়ার্টারে প্রবেশ করে এবং গুলি ছুড়তে থাকে। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর