শিরোনাম
রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিমানবন্দর নির্মাণবিরোধীদের ড্রাগনের একটি মডেল

বিমানবন্দর নির্মাণবিরোধীদের ড্রাগনের একটি মডেল

ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলীয় নটর দেম দে লঁদেতে একটি বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে গত ৫০ বছর ধরে আন্দোলন করে আসছিল বিমানবন্দর নির্মাণবিরোধীরা। দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকার ওই বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে। তা উদযাপনে গতকাল সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। এ সময় বিমানবন্দর নির্মাণবিরোধীদের ড্রাগনের একটি মডেল নিয়ে মার্চ করতে দেখা যাচ্ছে     —এএফপি।

সর্বশেষ খবর