রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ফিলিস্তিনিদের স্বার্থ সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ ভারত : মোদি

ফিলিস্তিনিদের স্বার্থ সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ ভারত : মোদি

রামাল্লায় পৌঁছে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়ছেন নরেন্দ্র মোদি

ফিলিস্তিনের জনগণের স্বার্থরক্ষায় ভারত সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসার প্রত্যাশা করে বলেও জানান তিনি। ফিলিস্তিনের রামাল্লায় গতকাল দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মোদি। এর আগে চার দিনের মধ্যপ্রাচ্য সফরের প্রথম গতকাল রামাল্লায় পৌঁছান ভারতীয় প্রধানমন্ত্রী। জর্ডানের রাজকীয় চপার এবং ইসরায়েলি বিমানবাহিনীর চপার এ সময় তাকে পাহারা দিয়ে রামাল্লায় নিয়ে যায়।

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছার কিছু সময় পরই ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর দেশটির প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহকে সঙ্গে নিয়ে সমাধিসংলগ্ন ইয়াসির আরাফাত জাদুঘরও পরিদর্শনে যান মোদি। পরে মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ দুই নেতা। এ সময় ফিলিস্তিনের জনগণের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন মোদি। এ সফরে দেশ দুটির মধ্যে কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দেশ দুটির মধ্যকার শিক্ষার্থী বিনিময়ের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। মোদি ও আব্বাস এসব চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। ফিলিস্তিন সফরে যাওয়া প্রথম ভারতীয় সরকারপ্রধান হচ্ছেন নরেন্দ্র মোদি। তাই দেশটিতে তার এ সফর ঐতিহাসিক ঘটনা। মধ্যপ্রাচ্য সফরে মোদি ওমান এবং সংযুক্ত আরব আমিরাতেও যাবেন। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর