মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হামলা না চালাতে ভারতকে হুঁশিয়ারি

কাশ্মীরে সেনাক্যাম্পে হামলা

সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো থেকে বিরত থাকার জন্য ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল এ সতর্কবার্তা দেওয়া হয়। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে গত শনিবার এক সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনাসহ অন্তত দশজন নিহত হন। নয়াদিল্লি এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদকে দায়ী করেছে। পাকিস্তান অবশ্য এ হামলার পেছনে নিজেদের হাত থাকার কথা নাকচ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং ডন নিউজের এক প্রতিবেদনে গতকাল এ খবর দেওয়া হয়েছে।  গত শনিবার একদল সন্ত্রাসী ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জম্মুর সানজুয়ান ক্যাম্পে অতর্কিতে হামলা চালায়। এতে জেসিও পদমর্যাদার এক কর্মকর্তাসহ পাঁচ সেনাসদস্য ও এক সেনার বাবা নিহত হন। এদিকে, গতকালও জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে সিআরপিএফ’র (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) এক ক্যাম্পে সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছে।  এতে এক সেনাসদস্য নিহত হয়েছেন।  টাইমস অব ইন্ডিয়া, ডন নিউজ।

সর্বশেষ খবর