মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
যৌন নির্যাতনের অভিযোগ

অক্সফাম উপপ্রধানের পদত্যাগ

অক্সফাম উপপ্রধানের পদত্যাগ

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের হাইতি ও আফ্রিকার শাদে প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে পদত্যাগ করেছেন ব্রিটিশ বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফামের ডেপুটি চিফ এক্সিকিউটিভ পেনি লরেন্স। ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে গতকাল এক বৈঠকের পর সংস্থাটি তাদের উপপ্রধানের পদত্যাগের কথা ঘোষণা করে। সংস্থাটির এই নারী প্রধান ওই ঘটনার জন্য নিজেকে অযোগ্য আখ্যায়িত করে পদত্যাগের ঘোষণা দেন।

ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমস’ গত সপ্তাহের শেষ দিকে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এতে হাইতিতে কর্মরত অক্সফামের বয়োজ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ আনা হয়। প্রতিবেদনে বলা হয়, হাইতিতে ২০১০ সালের ভূমিকম্পের পর সেখানে নিয়োগ পাওয়া সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা সংস্থার ভাড়া করা একটি বাড়িতে অনেকটা অস্থায়ী পতিতালয় তৈরি করে। সংস্থাটির শীর্ষ কর্তারা এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ আনা হয়েছে। এদিকে, ওই অভিযোগ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে হাইতি অক্সফামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করছে। বিবিসি।

সর্বশেষ খবর