মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নতুন ইন্টারসেপ্টর মিসাইলের পরীক্ষা চালাল রাশিয়া

রাশিয়া নতুন একটি ইন্টারসেপ্টর মিসাইলের (এন্টি ব্যালাস্টিক মিসাইল) সফল পরীক্ষা চালিয়েছে। কাজাখস্তানের সারি শাগান পরীক্ষা কেন্দ্র পরীক্ষাটি চালানো হয়। রাজধানী মস্কোকে সম্ভাব্য পরমাণু হামলা থেকে সুরক্ষিত রাখতে একটি অ্যান্টি-ব্যালাস্টিক মিসাইল (এবিএম) ব্যবস্থা স্থাপন করা আছে। এতে ‘৫৩টি৬’ নামে স্বল্প পাল্লার অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল যুক্ত রয়েছে। রাশিয়া ধাপে ধাপে এগুলোকে বদলানোর পরিকল্পনা নিয়েছে। এরই অংশ হিসেবে নতুন ওই মিসাইলের পরীক্ষা চালানো হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল এ কথা জানানো হয়েছে।  রাশিয়া টুডে।

সর্বশেষ খবর