বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
চীন-রাশিয়াকে মোকাবিলা

‘বৃহত্তম’ প্রতিরক্ষা বাজেট চেয়েছে পেন্টাগন

চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটে বড় ধরনের বৃদ্ধির প্রস্তাব দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ২০১৯ সালের জন্য ৬৮৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চেয়ে তা অনুমোদনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানানো হয়েছে। আর এ বাজেট ২০১৭ সালের তুলনায় ৮০ বিলিয়ন ডলার বেশি। ফলে প্রতিরক্ষা বাজেটের এই প্রস্তাব অনুমোদন পেলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রতিরক্ষা বাজেটের একটি। ট্রাম্প প্রশাসন সোমবার প্রতিরক্ষা বাজেটের ওই প্রস্তাবনা প্রকাশ করে। এরপরই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তিনি তার দেশের সশস্ত্রবাহিনীকে সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত করতে চান। এদিকে, ট্রাম্প প্রশাসন প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির প্রস্তাব করলেও আন্তর্জাতিক কূটনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তাবাবদ বরাদ্দ হ্রাসের আহ্বান জানিয়েছে। সিএনএন।

সর্বশেষ খবর