বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দেওবন্দে বাংলাদেশি শিক্ষার্থীদের হুমকি দিয়ে পোস্টার

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ এলাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের হুমকি দিয়ে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই শহরের বিভিন্ন সরকার ও বেসরকারি ভবনের দেয়াল, এমনকি মসজিদের বাইরেও ওই উত্তেজনা সৃষ্টিকারী পোস্টারে সয়লাব হয়ে গেছে। নিম্নমানের উর্দু ভাষায় লেখা ওই পোস্টারগুলোতে লেখা হয়, আগামী এক মাসের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারত না ছাড়লে এর ফল ভালো হবে না। তবে আশ্চর্যজনক ঘটনা হলো, উত্তরপ্রদেশের শাহারানপুর জেলার দেওবন্দ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভাইস চ্যান্সেলর আবুল কাসিম নোমানি যখন ১০ দিনের বাংলাদেশ সফর করছেন, ঠিক সেই সময়ই দেওবন্দে বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে হুমকি পোস্টার সাঁটানো হয়েছে।

সর্বশেষ খবর