সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এফবিআইয়ের ওপর চটেছেন ট্রাম্প

এফবিআইয়ের ওপর চটেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত বুধবার একটি স্কুলে গুলির ঘটনা ঠেকাতে ব্যর্থতার দায়ে এফবিআইকে এক হাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় গোয়েন্দা সংস্থাটি বেশি সময় ব্যয় করে তার নির্বাচনী ক্যাম্পেইনের সঙ্গে রাশিয়ার যোগসূত্র খুঁজতে। অথচ সেখানে কোনো ষড়যন্ত্র নেই। আর ওই আঁতাত নিয়ে বেশি সময় ব্যয় করায় এ ধরনের ঘটনা ঘটার সুযোগ হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, সংস্থাটির কাছে আগে থেকেই ওই হামলাকারী সম্পর্কে সন্দেহ করার মতো তথ্য ছিল, কিন্তু এফবিআই তা আমলে নেয়নি। যদিও এফবিআই ইতিমধ্যেই স্বীকার করেছে ফ্লোরিডার সন্দেহভাজন হামলাকারী নিকোলাস ক্রুজ সম্পর্কে তথ্য পেয়েও যথাযথ পদক্ষেপ নিতে পারেনি তারা। বুধবার ভালোবাসা দিবসে ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জোরি স্টোনম্যান ডগলাস উচ্চবিদ্যালয়ে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেন। নিকোলাস ক্রুজ (১৯) ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শৃঙ্খলাজনিত কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল। তিনি বর্তমানে ব্রোয়ার্ড কাউন্টি পাবলিক স্কুলের ছাত্র। অথচ সেই তার প্রাক্তন স্কুলে বন্দুক নিয়ে ঢুকে ১৭ জনকে হত্যা করে। গতকাল এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘খুবই দুঃখের বিষয় যে, ফ্লোরিডায় স্কুলে ওই হামলাকারীর দেওয়া সব ধরনের সংকেত ধরতে ব্যর্থ হয়েছে এফবিআই। যা গ্রহণযোগ্য নয়। অথচ তারা নির্বাচনে রুশ আঁতাত প্রমাণ নিয়ে ব্যস্ত...এখানে কোনো আঁতাত ছিল না। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর