সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

তাজমহল পরিদর্শন দিয়েই ভারত সফর শুরু কানাডা প্রধানমন্ত্রীর

তাজমহল পরিদর্শন দিয়েই ভারত সফর শুরু কানাডা প্রধানমন্ত্রীর

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৪৬) গতকাল নিজের পুরো পরিবার নিয়ে তাজমহল পরিদর্শন করেছেন। আর এর মধ্য দিয়েই ভারতে সাতদিনের রাষ্ট্রীয় সফর শুরু করলেন তিনি। এর আগে শনিবার সন্ধ্যায় স্ত্রী সোফি গ্রেগোয়াখ ট্রুডো, মেয়ে এল্লা গ্রেস এবং দুই ছেলে আদ্রিয়েন ও জাভিয়েরকে নিয়ে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এ সময় তাদেরকে সেখানে স্বাগত জানান ভারতের কৃষিবিষয়ক প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং। জাস্টিন ট্রুডো এই প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতে এলেন। পরিবার ছাড়াও নিজ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী তার সফরসঙ্গী হয়েছেন। সফরের একেবারে শেষ দিকে ২৩ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ট্রুডো। এর মাঝে ভারতের বেশ কয়েকটি জায়গায় যাবেন কানাডার প্রধানমন্ত্রী।  এর মধ্যে আজ প্রধানমন্ত্রী মোদির জন্মশহর গুজরাটে যাবেন। এ ছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের সঙ্গে ‘শিক্ষা ও বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনায়ও অংশ নেবেন তিনি। এ ছাড়া সফরে অমৃতসরের স্বর্ণ মন্দির এবং দিল্লি জামে মসজিদ পরিদর্শন করার কথা রয়েছে ট্রুডোর। তবে ২৩ ফেব্রুয়ারি কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিন নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে মোদি ও ট্রুডো দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এনডিটিভি, পিটিআই।

সর্বশেষ খবর