মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রাজাপক্ষের দুর্দিন কাটছে!

রাজাপক্ষের দুর্দিন কাটছে!

শ্রীলঙ্কার গত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা শিরিসেনার কাছে নাস্তানাবুদ হয়ে হেরে যান দুবারের প্রেসিডেন্ট মাহেন্দ রাজাপক্ষে। নির্বাচনের পর তিনি অনেক লোকচক্ষুর আড়ালে চলে যান। কিন্তু সেই রাজাপক্ষের নতুন দল দেশটির স্থানীয় নির্বাচনে ব্যাপক সাফল্য দেখিয়েছে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও যুদ্ধ অপরাধের অভিযোগে দুবারের প্রভাবশালী প্রেসিডেন্ট রাজাপক্ষের ২০১৫ সালের নির্বাচনে চরম পরাজয়ের পর এভাবে ফিরে আসা এক বিস্ময়কর বিষয় হিসেবে দেখা হচ্ছে। রাজাপক্ষের সবচেয়ে বড় সফলতা তামিল বিদ্রোহীদের দমন করা। কিন্তু তার সেই সফলতা বিলীন হয়ে যায় দুর্নীতির অভিযোগে। রবিবার স্থানীয় নির্বাচনের ফল প্রকাশের পর রাজাপক্ষে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় নির্বাচনে রাজাপক্ষের দল বিস্ময়কর বিজয় অর্জন করে। এর মধ্য দিয়ে বছরের পর বছর সংঘাত ও অস্থিতিশীলতায় আঘাতপ্রাপ্ত সেখানকার ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থা যেন আবার হুমকিতে পড়ল। নিজের ফেসবুক পেজে একটি বার্তা পোস্ট দিয়েছেন রাজাপক্ষে। এতে তিনি বলেছেন, নির্বাচনে আমাদের বিজয় এটা পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে যে, বর্তমান সরকারে তারা বীতশ্রদ্ধ। তারা নতুন করে শ্রীলঙ্কাকে গড়ে তুলতে চান।

 

সর্বশেষ খবর