বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
সরকারি বাহিনীর বোমাবর্ষণ

সিরিয়ায় লাশের সারি

সিরিয়ায় লাশের সারি

সিরীয় যুদ্ধে এই শিশুদের আর্তনাদ যেন থামছেই না —এএফপি

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘুটা এলাকায় সরকারি বাহিনীর বোমাবর্ষণে কমপক্ষে ১০০ বেসামরিক লোক নিহত হয়েছে। যার মধ্যে অন্তত ২০টি শিশু। একদিকে তুরস্ক, অন্যদিকে বিদ্রোহী, বিভিন্ন দিকে যুদ্ধ চলছে সিরিয়ায়। বিপর্যস্ত সাধারণ মানুষ। ক্রমশ এক জটিল পরিস্থিতির দিকে এগোচ্ছে সিরিয়া। আফরিনে সৈন্য পাঠিয়েছে তুরস্ক। তাদের যুদ্ধ সিরিয়ায় বসবাসকারী কুর্দিদের বিরুদ্ধে। অন্যদিকে সিরিয়ার সৈন্য এবং সরকারি বাহিনীর সঙ্গে লাগাতার লড়াই চলছে সরকারবিরোধী বিদ্রোহীদের। এর পরিণামে সোমবার রাজধানী দামেস্কের অনতিদূরে পূর্ব ঘুটায় ব্যাপক বোমাবর্ষণ করে সরকারি বাহিনী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে ২০১৫ সালের পর একদিনে বেসামরিক লোক নিহত হওয়ার এটাই সর্বোচ্চ সংখ্যা। রাজধানী দামেস্কের নিকটবর্তী এই এলাকাটিতে এখন সরকারি বাহিনীর যে অভিযান চলছে— এত তীব্র আক্রমণ গত কয়েক বছরে দেখা যায়নি। এ মাসের শুরু থেকেই সিরিয়ান বাহিনী পূর্ব ঘুটা পুনর্দখলের জন্য অভিযান তীব্রতর করেছে। এতে শত শত বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেল। বিবিসির সংবাদদাতা লিনা সিনজাব জানান, শুধু যে বেসামরিক লোকদের ওপর বোমাবর্ষণ হচ্ছে তাই নয়— রুটির দোকান, খাবারের গুদাম বা যেখানেই কোনো রকম খাবার মজুত করে রাখা যায় সেখানেই হামলা হচ্ছে। জানা গেছে, এর আগে ঘুটায় বিদ্রোহীরা দামেস্কের একটি অঞ্চলে মর্টার ছোড়ে। এতে এক শিশুর মৃত্যু হয় এবং আটজন আহত হয়। তারই জের ধরে দামেস্কের সেনাবাহিনী বিমান থেকে বোমা ফেলতে শুরু করে। যদিও সিরিয়ার সেনার দাবি, কেবলমাত্র বিদ্রোহীদের লক্ষ্য করেই বোমাবর্ষণ করা হয়েছে। সাধারণ মানুষকে কখনোই আঘাত করা হয়নি। শুধু তাই নয়, আগামী দিনে আক্রমণ আরও জোরদার হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, রাজধানী দামেস্কের কাছে এটাই একমাত্র বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা। এএফপি, বিবিসি।

 

সর্বশেষ খবর