বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
যৌন কেলেঙ্কারি

ব্রিটিশ আইনপ্রণেতাদের জিজ্ঞাসাবাদের মুখে অক্সফামের শীর্ষ কর্তারা

ব্রিটিশ আইনপ্রণেতাদের জিজ্ঞাসাবাদের মুখে অক্সফামের শীর্ষ কর্তারা

ব্রিটেনের বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম হাইতিতে কাজ করার সময় প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মীর বিরুদ্ধে যৌন অসদাচারণের অভিযোগ ওঠেছে। আর এ অভিযোগে সংস্থাটির প্রধান মার্ক গোল্ডরিং এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি ক্যারোলিন থমসন জিজ্ঞাসবাদের মুখোমুখি হচ্ছেন। ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক কমিটির সামনে গতকালই তাদের উপস্থিত হওয়ার কথা। অক্সফাম ছাড়াও ‘সেভ দ্য চিলড্রেন’ এবং ‘ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)’ এ দুটি বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও পার্লামেন্টের ওই কমিটির মুখোমুখি হচ্ছেন। স্থানীয় দৈনিক ‘দ্য টাইমস’ চলতি মাসের শুরুতে এক প্রতিবেদনে দাবি করে, মধ্য আমেরিকার হাইতিতে ২০১০ সালের শক্তিশালী ভূমিকম্পের পর সেখানে অক্সফামের যে কর্মীদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কয়েকজন অনৈতিক যৌন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, হাইতিতে সংস্থাটির ভাড়া একটি বাড়িকে প্রায় পতিতালয় বানিয়ে ফেলে। আর অক্সফাম এ অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ ওঠেছে। যৌন কেলেঙ্কারির এ ঘটনায় ইতিমধ্যে অক্সফামের উপ-প্রধান নির্বাহী লয়ারেন্স এবং সংস্থাটির ব্রান্ড অ্যাম্বাসেডর হলিউড তারকা মিনি ড্রাইভার পদত্যাগ করেছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সংস্থাটিকে অর্থ বরাদ্দ বন্ধেরও দাবি ওঠেছে। সেসঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থাসংক্রান্ত নীতি পরিবর্তনেরও জোরালো দাবি ওঠেছে। এনডিটিভি।

সর্বশেষ খবর