শিরোনাম
বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অস্ত্র বিক্রি নিয়ে অবস্থান বদলাচ্ছেন ট্রাম্প

অস্ত্র বিক্রি নিয়ে অবস্থান বদলাচ্ছেন ট্রাম্প

হোয়াইট হাউসের সামনে বিদ্যমান অস্ত্র আইনের সংস্কারের দাবিতে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে মাঝে মধ্যেই গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে। আর এর জন্য দায়ী করা হচ্ছে খুব সহজেই অস্ত্র বেচা-কেনাকে। এবার যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির আগে ক্রেতার অতীত পর্যালোচনার কার্যক্রম জোরদারের বিষয়টি সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলছে, ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্রের মালিক হবার ক্ষেত্রে নিয়মকানুন শক্ত করার জন্য ট্রাম্প রিপাবলিকান সিনেটর জন করনিনের সঙ্গে দ্বিপক্ষীয় একটি বিল আনার ব্যাপারে কথা বলেছেন। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে আমেরিকায় গড়ে উঠা জন দাবির মুখে অস্ত্র নিয়ন্ত্রণ প্রসঙ্গে নিজের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন ট্রাম্প। আগে একবার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, অস্ত্র রাখার ক্ষেত্রে মানুষের যে ব্যক্তিগত অধিকার আছে সেখানে কিছুতেই তিনি হস্তক্ষেপ করবেন না। মূলত গত বুধবার ফ্লোরিডার একটি স্কুলে নির্বিচারে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তীব্র সমালোচনা করে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এরপরই অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে নমনীয় ভাব দেখালেন ট্রাম্প। এদিকে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে প্রেসিডেন্টের পদক্ষেপ চেয়ে হোয়াইট হাউসের সামনের বিক্ষোভ করেছে এক দল শিক্ষার্থী। সিএনএন, গার্ডিয়ান।

সর্বশেষ খবর