বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভারতে উপেক্ষিত ট্রুডো!

ভারতে উপেক্ষিত ট্রুডো!

গান্ধী আশ্রমে সপরিবারে ট্রুডো

বিশ্বের অন্যতম বড় দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন ভারতে। প্রায় এক সপ্তাহের সফরে তিনি ভারতে এসেছেন। কিন্তু সমালোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী ট্রুডোকে কি ভারত অবজ্ঞা করছে? যে প্রধানমন্ত্রী কোনো দেশে সফরে গেলে তাকে নিয়ে অনেকটা মাতামাতি হয়। কিন্তু ভারতে এই অবস্থার ছিটে ফোঁটাও নেই। এই প্রশ্নটা মূলত উঠছে এই কারণেই যে ট্রুডো যখন স্ত্রী সোফি ও তার তিন সন্তানকে নিয়ে ভারতে নামেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাননি। অথচ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানরা যখন ভারতে আসেন, তখন প্রোটোকল ভেঙে তাদের স্বাগত জানাতে যাওয়াটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় রুটিনে পরিণত করে ফেলেছেন। কিন্তু কানাডার প্রধানমন্ত্রীকে জানান ভারতের মন্ত্রী পরিষদের একজন কনিষ্ঠ সদস্য। বিবিসি বলছে, কানাডার ‘রকস্টার’ প্রধানমন্ত্রীর জন্য এই উপেক্ষা ছিল একেবারেই বেমানান! সপরিবার ট্রুডোকে ভারতে স্বাগত জানাতে বিমানবন্দরে যান কৃষি প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রুডোকে ভারত যে এভাবে শীতল অভ্যর্থনা জানাচ্ছে তার একটা কারণ হতে পারে ভারতের বিচ্ছিন্নতাবাদী ‘খালিস্তান’ আন্দোলনের সমর্থকদের প্রতি তার সরকার যে মনোভাব নিয়েছে সেটা। জাস্টিন ট্রুডোর মন্ত্রী পরিষদে চারজন শিখ মন্ত্রী আছেন। বিবিসি বাংলা।

সর্বশেষ খবর