বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কাঠের ৭০ তলা ভবন

কাঠ দিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন তৈরির পরিকল্পনা করেছে জাপানের একটি কোম্পানি। ২০৪১ সালে দেশটির ৩৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ভবন নির্মাণের পরিকল্পনা করেছে সে দেশের সুমিতোমো ফরেস্ট্রি কোম্পানি। কোম্পানি জানায়, ডব্লিউ৩৫০ নামের এই ভবন হবে ৭০ তলাবিশিষ্ট।

এর কাঠামোর ১০ শতাংশে স্টিল আর বাকি অংশে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনমিটার কাঠ ব্যবহৃত হবে। ভবনটিতে প্রায় আট হাজার ঘর এবং প্রতি তলার বারান্দায় বৃক্ষ ও লতাপাতা থাকবে। টোকিওতে প্রায়ই ভূমিকম্প হয়। তাই প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলার জন্য ভবনটির কেন্দ্রে ৩৫০ মিটারের একটি কাঠ ও স্টিলের স্তম্ভ থাকবে। প্রকল্প প্রায় ৫৬০ কোটি ডলার। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর