শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
সিরিয়া সংকট

আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ইরানের

আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ইরানের

আব্বাস আরাকসি

সিরিয়ার চলমান অবস্থা খুবই জটিল এবং এর প্রভাবে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ অঞ্চলে সর্বত্র যুদ্ধের ভয়। চলতি মাসের  শুরুতে সিরিয়ায় ইরানের বিভিন্ন স্থাপনা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর থেকে এ ভীতি ছড়িয়েছে। লন্ডনে বিবিসির আন্তর্জাতিক-বিষয়ক প্রধান প্রতিবেদক লিসে ডুসেটকে আরাকসি বলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতি ইসরায়েলের বিরুদ্ধে লড়ার জন্য নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা। আরাকসি আরও বলেন, ‘কল্পনা করা যায়! আমরা যদি সেখানে না থাকতাম, তবে এত দিনে দামেস্ক আইএসের হাতে চলে যেত। এমনকি বৈরুত ও অন্যান্য জায়গায় আইএস দখল করে নিত।’ সিরিয়ার ঘৌওতা এলাকায় বোমা হামলায় অন্তত ২৫০ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানান আরাকসি। বিবিসি।

সর্বশেষ খবর