শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

উত্তরসূরি নির্বাচন করছেন মেরকেল!

প্রায় ১৩ বছর ধরে জার্মানি শাসন করছেন অ্যাঙ্গেলা মেরকেল। তবে গত বছরের অক্টোবরে নির্বাচনের পরও দেশটিতে এখনো সরকার গঠন হয়নি। ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বেশি আসন পায় মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন— সিডিইউ দল। ধারণা করা হচ্ছে আরও কয়েক বছর দেশটি শাসন করবেন মেরকেল। প্রশ্ন উঠেছে তারপর কে? সেই প্রশ্নে উত্তর গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন মেরকেল। নামটা একটু খটোমটো বটে, তবে সবার কাছে তিনি বেশ গ্রহণযোগ্য আনেগ্রেট ক্রাম্প-কারেন বাউয়ার। সিডিইউ দলের সাধারণ সম্পাদক হিসেবে আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ারকে মনোনীত করেছেন নেত্রী অ্যাঙ্গেলা মেরকেল। ৫৫ বছর বয়স্ক এই নেত্রী এতকাল সারলান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তার নাম ঘোষণা করে দলের মধ্যে কিছুটা কোণঠাসা মেরকেল আপাতত স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। কারণ, ক্রাম্প-কারেনবাউয়ার দলকে আবার চাঙ্গা করতে পারবেন বলে অনেকের মনে আস্থা রয়েছে। এমনকি দলের মধ্যে মেরকেলের সমালোচকরাও ক্রাম্প-কারেনবাউয়ার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন। অনলাইন।

 

সর্বশেষ খবর