শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
মাদকবিরোধী অভিযান

এ পর্যন্ত ফিলিপাইনে নিহত ২০ হাজার

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে। ২০১৬ সালে ক্ষমতা গ্রহণের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।  আর এই অভিযানেই ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিরোধী দলীয় এক সিনেটর জানিয়েছেন। বুধবার দেশটির সিনেটে এক বক্তব্যে অ্যান্তনিও ট্রিলানেস বলেন, দুতার্তের  নিজের প্রশাসনিক প্রতিবেদন বলছে যে, ২০১৬ সালের ১ জুলাই থেকে ২০১৭ সালের ২৭ নভেম্বর পর্যন্ত মাদক বিরোধী অভিযানে আটকের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের চেষ্টা করে বা পুলিশের বিভিন্ন অভিযানে মাদক  চোরাচালান বা এ ধরনের বিভিন্ন ব্যবসায় জড়িত ৩ হাজার ৯৬৭ জন নিহত হয়েছে। আলজাজিরা।

সর্বশেষ খবর