শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ট্রুডোকে কড়া বার্তা দিলেন মোদি

ট্রুডোকে কড়া বার্তা দিলেন মোদি

ভারতে এক সপ্তাহের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে গতকাল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। গতকাল রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে ট্রুডোকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন মোদি। পরে বৈঠকে বসেন। এরপর ট্রুডোর সঙ্গে নয়াদিল্লিতে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন মোদি। এ সময় মোদি বলেন, ভারতের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতি চ্যালেঞ্জ প্রদানকারী যেকোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না। বিশ্লেষকরা বলছেন, কানাডা সরকার পাঞ্জাব রাজ্যে শিখদের স্বাধীনতার আন্দোলন (খালিস্তান আন্দোলন) বা তাদের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের প্রতি পরোক্ষ সমর্থন দিয়ে থাকে। সংবেদনশীল এ বিষয়টির প্রতি ইঙ্গিত করেই মোদি মূলত ওই মন্তব্য করেছেন। গত শুক্রবার সপরিবারে ভারতে পৌঁছান কানাডার প্রধানমন্ত্রী। গত সপ্তাহে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে খালিস্তানপন্থি সাজাপ্রাপ্ত এক শিখ উগ্রপন্থির সঙ্গে ট্রুডোর স্ত্রী সোফিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া বৃহস্পতিবার দিল্লিতে কানাডার হাইকমিশনারের বাসভবনে আয়োজিত এক নৈশভোজে জসপাল অতওয়াল নামে ওই উগ্রপন্থিকে দাওয়াত দেওয়া কেন্দ্র করে কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে বিতর্ক গভীরতর হয়। টিএনএন।

সর্বশেষ খবর