বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র রপ্তানি করছে উত্তর কোরিয়া

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র রপ্তানি করছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরিতে সহায়ক দ্রব্য রপ্তানির অভিযোগ তুলেছে জাতিসংঘের অস্ত্র বিশেষজ্ঞের এক প্যানেল। তারা বলছেন, দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া তা চালিয়ে আসছে। সম্প্রতি সিরিয়ার বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক প্রয়োগের অভিযোগ ওঠে। এ অভিযোগ তদন্ত করতে সিরিয়ায় যায় জাতিসংঘের অস্ত্র বিশেষজ্ঞদের দল। তাদের প্রতিবেদনেই উঠে এসেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরিতে ব্যবহার্য দ্রব্য রপ্তানির অভিযোগ। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, উত্তর কোরিয়া বেআইনিভাবে সিরিয়ায় উচ্চ-তাপসহ, এসিড প্রতিরোধী টাইলস, ক্ষয়প্রতিরোধী ভালভ ও থার্মোমিটার পাঠিয়েছে। অপরদিকে রাসায়নিক বা ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে সিরিয়া সরকার; আর নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে আছে উত্তর কোরিয়া।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের  বিশেষজ্ঞ দলটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন দ্রব্য রপ্তানির সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে।

এদিকে ব্রিটেন, ফ্রান্স এবং  যুক্তরাষ্ট্র জানিয়েছে, অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তারা সিরিয়ায় সামরিক হস্তক্ষেপকে সমর্থন জানাবে। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর