বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ক্ষমতার অপব্যবহার করেছিলেন ক্লিনটন

ক্ষমতার অপব্যবহার করেছিলেন ক্লিনটন

১৯৯৮ সালে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে বিল ক্লিনটনের সঙ্গে সেই সময়ে হোয়াইট হাউস কর্মী মনিকা লিউনস্কির সম্পর্কের বিষয়টি সে সময় দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই মনিকা বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন যেভাবে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, তা ছিল ‘ক্ষমতার বড় ধরনের অপব্যবহার’।

বিভিন্ন সময় ওই সম্পর্কের বিষয়ে কথা বলেছেন মনিকা। হ্যাশট্যাগ মি টু আন্দোলন নিয়ে ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি লেখায় আবার আত্মপক্ষ সমর্থন করলেন তিনি। গতকাল বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। মনিকা লিখেছেন, ‘ওই সম্পর্ক ছিল প্রেসিডেন্টের দিক দিয়ে পুরোপুরি ক্ষমতার অপব্যবহার।’ তাদের সেই প্রেম ১৯৯৮ ও ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের সবচেয়ে বড় খবর। প্রেসিডেন্ট ক্লিনটন শুরুতে অস্বীকার করলেও এক পর্যায়ে স্বীকার করে নেন যে হোয়াইট হাউসের একজন সাবেক ইন্টার্নের সঙ্গে তার ‘অন্তরঙ্গ সম্পর্ক’ হয়েছিল, যা উচিত হয়নি।   যুক্তরাষ্ট্রের কংগ্রেসের রিপাবলিকানরা এরপর প্রেসিডেন্টের অভিসংশনের দাবি তোলেন। তার অভিযোগ ছিল, প্রেসিডেন্ট ক্লিনটন পরে স্বীকার করে নিলেও শুরুতে ফেডারেল তদন্তকারীদের কাছে মিথ্যা বলেছিলেন। নিজের থেকে ২৭ বছরের বড় প্রেসিডেন্টের সঙ্গে যখন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখন মনিকা লিউনস্কির বয়স ২২ বছর। সে সময় হোয়াইট হাউসে শিক্ষানবিশ কর্মী হিসেবে ছিলেন তিনি। এ কেলেঙ্কারির পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মনিকা লিউনস্কি। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভোগেন তিনি। মনিকা বলেন, মিডিয়ায় ওই কেলেঙ্কারি ফাঁস এবং আদালত পর্যন্ত যাওয়ায় সামাজিকভাবে বিচ্ছিন্ন ও একঘরে হয়ে গিয়েছিলেন তিনি। সে কারণেই মানসিক বিপর্যয় ঘটে। ৪৪ বছরের মনিকা বলেন, ২০১৪ সালে এ সম্পর্কের বিষয়ে তিনি যা বলেছিলেন, সেই মন্তব্য এখনো সমর্থন করেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর