বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ক্ষমতা কমানো হলো ট্রাম্পের জামাতার

ক্ষমতা কমানো হলো ট্রাম্পের জামাতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জারেড কুশনার হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেন। এ জন্য তিনি অতি গোপনীয় যেসব গোয়েন্দা রিপোর্ট প্রেসিডেন্ট পেতেন সেগুলো তিনি দেখতে পেতেন। কিন্তু তার সেই ক্ষমতা বাতিল করা হয়েছে। তার পূর্ব ইতিহাস বিষয়ে সব তথ্য জানার কাজ শেষ না হওয়ায় এ ধরনের গোপনীয় রিপোর্ট পাবার যে সাময়িক অধিকার তাকে দেওয়া হয়েছিল— তা বন্ধ করা হয়েছে। গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন কুশনারের আইনজীবী অ্যাবে লওইল। তবে শীর্ষ গোয়েন্দা রিপোর্ট না পেলেও কুশনারের গুরুত্বপূর্ণ কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তার আইনজীবী। উল্লেখ্য, মার্কিন  গোয়েন্দারা প্রতিদিন মার্কিন প্রেসিডেন্টকে      গোয়েন্দা তথ্য দিয়ে থাকেন। এটি ‘প্রেসিডেন্টস ডেইলি ব্রিফ’ নামে পরিচিত। এর মধ্যে বিভিন্ন ইস্যুতে মার্কিন গোয়েন্দাদের বিশ্লেষণ, সিআইএর   গোপন অভিযান সম্পর্কে তথ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্পর্শকাতর সূত্র ও মিত্র দেশগুলোর গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য। বিবিসি, সিএনএন।

সর্বশেষ খবর