বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অস্ট্রেলিয়ায় প্রতি ৬ নারীর একজন নির্যাতনের শিকার

বিশ্বব্যাপী নারী নির্যাতনের হার ক্রমেই বাড়ছে। হলিউড তারকা থেকে শুরু করে ব্রিটিশ পার্লামেন্টর নারী সদস্য কেউই এর ভয়াবহতা থেকে মুক্তি পাচ্ছেন না। এরমধ্যে অস্ট্রেলিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ১৫ লাখেরও বেশি নারী তাদের সঙ্গী দ্বারা সহিংসতার শিকার হয়েছেন। পারিবারিক ও যৌন নির্যাতনের বিষয়ে গতকাল অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার (এআইএইচডব্লিউ) এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রতি ছয় নারীর একজনকে শারীরিক বা যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। দেশটিতে প্রথমবারের মতো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হলো। শুধু তাই নয়, দেশটিতে পুরুষরাও নারীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন বলেও প্রতিবেদনে জানানো হয়।  এক্ষেত্রে প্রতি ১৬ পুরুষের একজন তাদের স্ত্রী বা সঙ্গীর হাতে নির্যাতনেরও শিকার হচ্ছেন।

পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রতি চারজনের তিনজনই পুরুষের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। শুধু তাই নয়, প্রতিবেদনে নির্যাতন করে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে গড়ে প্রতি সপ্তাহে একজন নারী ও প্রতি মাসে একজন পুরুষ তাদের বর্তমান বা সাবেক সঙ্গীর হাতে প্রাণ হারাচ্ছেন। সিনহুয়া।

সর্বশেষ খবর